জামায়াতে ইসলামী গাইবান্ধা সদর উপজেলা শাখার ২০২৫-২০২৬ সেশনের জন্য কমিটি গঠন করা হয়েছে। গত শনিবার গাইবান্ধা আদর্শ শিক্ষালয় হলরুমে, রোকন সম্মেলন শেষে এ কমিটি গঠিত হয়।
নব-নির্বাচিত কমিটিতে রয়েছেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. নুরুল ইসলাম মণ্ডল, সেক্রেটারি মো. ওবায়দুল হক, সহকারী সেক্রেটারি মো. নুরুন্নবী সরকার, বাইতুল মাল সেক্রেটারি জামিনুল ইসলাম, অফিস, প্রচার ও মিডিয়া সেক্রেটারি মো. জাহাঙ্গীর আলম প্লাবন, তারবিয়াত, তালিমুল কুরআন ওলামা ও আন্তধর্মীয় সেক্রেটারি মাওলানা শামসুল আলম, সংগঠন বিভাগ আমির হোসেন, শ্রমিক ও আইন আদালত এবং মানবাধিকার বিভাগ-মাওলানা আব্দুর রহমান, পেশাজীবী বিভাগ-ইসমাঈল হোসেন।
কমিটি ঘোষণা করেন, জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার সহকারী সেক্রেটারি ও নির্বাচন কমিশনার সৈয়দ রোকনুজ্জামান।
এদিকে বাংলাদেশের সর্ববৃহৎ ইসলামি সংগঠন জামায়াতে ইসলামী, গাইবান্ধা সদর উপজেলা শাখার নবাগত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে গাইবান্ধা সদর উপজেলার সর্বস্তরের জনগণ।
টিএইচ